পথ শিশুদের নিয়ে স্মিতা-মুরাদের র‌্যালি
বিপিএলের সোনালি ট্রফি দেখল সিলেটবাসী

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>পথ শিশুদের নিয়ে স্মিতা-মুরাদের র‌্যালি</span> <br/> বিপিএলের সোনালি ট্রফি দেখল সিলেটবাসী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর সিলেট পর্বে আজকে কোন খেলা হচ্ছে না। এ দিনে বিভিন্ন টিমের খেলোয়ারদের কেউ কেউ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন। আবার কেউ হোটেলে বিশ্রাম নিয়েছেন। বিরতির দিনে সিলেটবাসীকে প্রথমবারের মতো দেখানো হলো বিপিএলের সোনালি ট্রফি।
শনিবার (১১ জনুয়ারি) বিকাল সাড়ে তিনটায় পথ শিশুদের নিয়ে বিপিএলের ট্রফি হাতে নেন সিলেট স্ট্রাইকার্স হোস্ট স্মিতা চৌধুরী। সাথে ছিলেন আরেক হোস্ট বেলাল আহমেদ মুরাদ। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের সামনে সিলেটবাসীকে দেখালেন সোনালি ট্রফি।
পরে পথ শিশুদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর