জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, এলাকায় কৌতুহল

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, এলাকায় কৌতুহল

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী (প্রসূতি মা) কন্যাসন্তান প্রসব করে মা হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা চিকনাগুলে একটি বাড়িতে ওই নারী একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন।
মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগলি হিসেবেই চিনেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে রাস্তার পাশে উনারা ছটফট করতে দেখেন, তখন বিষয়টি এলাকার চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারকে অবগত করলে তিনারা রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাড়িতে বাচ্চা প্রসবের ব্যবস্থা করেন।
দীর্ঘ কয়েক ঘণ্টা সময় কেটে যাওয়ার পর বুধবার সন্ধ্যা ৭টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী (প্রসূতি মা) একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর (প্রসূতি মা) নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সিলেট বাগবাড়ী বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর