সিলেট সীমান্তে ফের ২ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

সিলেট সীমান্তে ফের ২ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের প্রথম দুই দিনে সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চার ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার গোয়াইনঘাট সীমান্তে দুই জন ভারতীয় নাগরিক আটকের পর বৃহস্পতিবার আবারও দুই ভারতীয় নাগরিক আটক করেছে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) এবং একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাসকে (৬৫) আটক করা হয়।
এর আগে বুধবার গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ব্লোমিং স্টার (৩২) ও লোকাস (৫৫) নামে দুইজকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপদ রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। আটক ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ ২৪ খবর