সভাপতি আবিদুর রহমান ও সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ
জকিগঞ্জে জামায়াতের যুব বিভাগের যাত্রা শুরু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>সভাপতি আবিদুর রহমান ও সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ</span> <br/> জকিগঞ্জে জামায়াতের যুব বিভাগের যাত্রা শুরু

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শুক্রবার (০৩ জানুয়ারি) উপজেলা জামায়াতের যুব বিভাগের আংশিক কমিটির ঘোষণা করা হয়।
জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন বিকাল ৩ টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ২০২৫-২৬ সেশনের জন্য যুব বিভাগের আংশিক কমিটির ঘোষণা করেন।
বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সংগঠক আবিদুর রহমানকে সভাপতি এবং সাবেক উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি সালা উদ্দিন মাহমুদ কে সেক্রেটারি করে জকিগঞ্জ যুব বিভাগ এর কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছরওয়ার হোসেন বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। দেশের যুব সমাজ জামাজ জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম গভীরভাবে প্রত্যক্ষ করছে। জামায়াত বরাবরের মতো দেশের ক্রান্তিলগ্নে জনতার সাথে থেকে সম্মুখসমরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছে, যার রাজসাক্ষী দেশের তরুণ যুব সমাজসহ সমগ্র দেশবাসী। জামায়াতে ইসলামী চায় দেশের তরুণদের সাথে নিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারই ধারাবাহিকতায় জকিগঞ্জে যাত্রা শুরু করলো যুব বিভাগ। আমরা আশাবাদী জকিগঞ্জের যুবকেরা জামায়াতের সাথে সংযুক্ত হবে এবং দেশ পুনঃর্গঠনে সর্বাত্মক ভুমিকা রাখবে।
এসময় নবগঠিত যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান বলেন, যুব বিভাগ কে কার্যকরী ও গতিশীল করতে আমরা বিভিন্ন শাখা উপশাখাগুলো ভ্রমণ করবো এবং যুবকদের সাথে মতবিনিময় করার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর