ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
জকিগঞ্জ সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে কাজী কমর উদ্দিন (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের আটগ্রাম স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমর উদ্দিন উপজেলার কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মাসুম আহমেদ রাজও গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট মহানগর পুলিশের কতোয়ালী থানাধীন সোনাতলা এলাকার সাদিপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।
খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech