ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা ও কমলা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সদস্যরা। যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।
রবিবার (৫ জানুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার ৪ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা থেকে ভারতীয় মদ ৩৫৭ বোতল, চিনি ৪ হাজার ২২৭ কেজি, কয়লা ১ হাজার কেজি, কমলা ৩০০ কেজি, ফুসকা ৩৫০ কেজি, গরু ৫টি ও মালামাল বহনকারী চেকআপ একটি এই মালামাল জব্দ করা হয়।
চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৪০ বস্তা চিনি, মাটিরাবন বিওপি কর্তৃক ১টি গরু, ছাড়াগাঁও বিওপি কর্তৃক ৩৪৬ বোতল ভারতীয় মদ, বনগাঁ বিওপি কর্তৃক ১১ বোতল ভারতীয় মদ, ট্যাকেরঘাট বিওপি কর্তৃক ১ হাজার কেজি কয়লা, পেকপাড়া বিওপি কর্তৃক ৪টি গরু, লাউয়েরগড় বিওপি কর্তৃক ৩৫০ কেজি ফুসকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ২৯৫০ চিনি ও ৩০০ কেজি কমলা এবং ব্যবহৃত একটি পিকাপ, মাছিমপুর বিওপি কর্তৃক ৮৫০ চিনি আটক করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন,বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা, কমলাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকার এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে,একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech