ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধের পায়তারা প্রতিবাদ জানিয়েছে এনআরবি সোসাইটি ইউকে। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে সংগঠনটির উদ্যোগে নগরের এয়ারপোর্ট রোডের মজুমদারীস্থ বাংলাদেশ বিমান অফিসের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এনআরবি সোসাইটি ইউকে’র ডিরেক্টর এমডি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম ও শাহীন আলমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
প্রবাস বাংলা ইউকের সার্বিক সহযোগিত আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, রামপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ খসরু আহমদ, দৈনিক ঘোষণার সিলেট ব্যুরো ফখর উদ্দিন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, মহানগর যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রাসেল আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট-ম্যানচেস্টার রুটটি উত্তর যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু তাদের যাতায়াতের মাধ্যম নয়, বরং দেশের সাথে তাদের অর্থনৈতিক ও সামাজিক সংযোগের অন্যতম সেতুবন্ধন। যে রুটের ৭ শত পাউন্ডের টিকেট ক্রয় করতে হচ্ছে ১৫শত পাউন্ডে। অথচ লাভজনক এই রুট বন্ধ করার পায়তারা চলছে। সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ হলে সিলেটের হাজার হাজার প্রবাসীরা বিপাকে পড়বেন। তাই কোনো অবস্থাতেই যেন এই রুটে ফ্লাইট বন্ধ না হয়। প্রবাসীদের প্রাণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করে রুটটি চালু রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। তবে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে গত মে মাস থেকে। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা ধারণা করছেন, এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech