নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চাই না : নাসীরুদ্দিন পাটওয়ারী

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চাই না : নাসীরুদ্দিন পাটওয়ারী

বিজয়ের কণ্ঠ ডেস্ক
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ নতুন করে চব্বিশে স্বাধীন হয়েছে। আমরা আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চাই না। দেশের প্রতি কোনো রাষ্ট্রের চোখ রাঙানি চলবো না। টেন্ডারবাজির বাংলাদেশ দেখতে চাই না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ফার্চ ফর ইউনিটি’ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজ আমরা ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। আহত এবং নিহতদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটি একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম। সরকার দেশের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়েছেন। যাদের অঙ্গহানি হয়েছে, নিহত হয়েছেন তাদের কথাগুলো যদি ঘোষণায় উল্লেখ না থাকে তাহলে জনতা সেই ঘোষণা মেনে নেবে না।
তিনি বলেন, অসংখ্য শহীদের বাবা-মা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সন্তানদের হত্যা করা হয়েছে। সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, বিচারের জন্য যদি আপনারা সক্রিয় হতে না পারেন তাহলে দেশের ছাত্র জনতা বিচার হাতে তুলে নেবে।
তিনি বলেন, আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। আপনাদের জয় হবে। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে।
তিনি বলেন, আমাদের সহযোদ্ধাদের ওপরে গোপালগঞ্জে হামলা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছে। এখানে সবাইকে আসার জন্য শুভেচ্ছা জানাই।

সর্বশেষ ২৪ খবর