পাসপোর্ট ভেরিফিকেশনের ঘুষের রাজা এসএমপি’র সেই ডিসি শাদিদ ওএসডি

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

পাসপোর্ট ভেরিফিকেশনের ঘুষের রাজা এসএমপি’র সেই ডিসি শাদিদ ওএসডি

নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি এবং ও এসডি করা হয়েছে। এর মধ্যে শাদিদ রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও ওএসডি করা হয়।
সুনামগঞ্জ ইউনিভার্সিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) হিসেবে মোহাম্মদ ইলতুৎ মিশকে বদলি করা হয়েছে।
এদিকে, এসএমপি’র উপ-কমিশনার (সদ্য বদলিকৃত) ইমাম মোহাম্মদ শাদিদ সিটিএসবি’র দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালে পাসপোর্ট ভেরিফেকশনের সময় মানুষকে হয়রানি করার অনেক অভিযোগ রয়েছে। খোদ পুলিশ সদস্যদের আত্মীয়দের কাছ থেকেও তার নাম ভাঙিয়ে ইনকোয়ারি অফিসাররা ঘুষ খেতেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সিলেটের অনেক সাংবাদিকও। তাদের স্বজনদেরও পাসপোর্ট ভেরিফিকেশনের সময় টাকা দিতে হয়েছে পুলিশের সিটিএসবি সদস্যদের। সবাই ডিসি শাদিদের নাম করেই ঘুষ গ্রহণ করতেন।
এছাড়া ইমাম মোহাম্মদ শাদিদ ৫ আগস্ট পরবর্তীতে সিলেটে হওয়া একটি মামলারও এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- শাদিদ গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় প্রভাব খাটিয়ে ফ্যাসিস্ট সরকারখ্যাত আওয়ামী লীগের শেষ ৪ বছর তিনি প্রভাব খাটিয়ে সিটিএসবি’র (এসএমপি) ডিসি’র দায়িত্বে থাকেন। করেন রমরমা ঘুষবাণিজ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর