ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার) এলাকায় পাথর লুটপাট ঠেকাতে ফের আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহীনিকে আবারো দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। ঐতিহ্যের স্মারক পুরনো ঐতিহাসিক রোপওয়ে এলাকা লুটপাট হয়ে পাথরসহ কয়েক কোটি টাকার মূল্যবান লোহা, টিন, জেনারেটর মেশিন, বিভিন্ন পাইপ, পুরনো গাছ, যন্ত্রাংশ গণঅভ্যুত্থান পরবর্তী সময় হতে অদ্যাবধি সময়েই হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে পুনরায় বাঙ্কারের নিরাপত্তার দায়িত্ব দেয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ হতেও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন ইউএনও আবিদা সুলতানা।
তিনি বলেন, সরকার পতনের পরপরই রোপওয়ে এলাকায় ব্যাপক যন্ত্রাংশসহ পাথরও লুটপাট হয়। ০৬ আগস্ট দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর উপর লুটপাটকারীরা সম্মিলিত হামলা করলে রেলওয়ে কর্তৃপক্ষ আরএনবি সদস্যদের প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের বরাবর বারবার চিঠি চালাচালি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এর পক্ষ হতে অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি ভোলাগঞ্জ রোপওয়ে পরিদর্শন করে বুধবার (১১ই ডিসেম্বর) হতে ৩৯ জন নিরাপত্তাবাহিনী (আরএনবি) দল দায়িত্ব দেয়া হয়েছে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় টহলে থাকতে।
জানা গেছে, আপাতত বাহিরে থেকে ধাপে ধাপে টহল চলবে শীঘ্রই বাংকার এলাকায় থাকার ব্যবস্থাও করা হবে।
ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার)-এ সম্প্রতি ঢাকা ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার মো. মহিউদ্দিন আরিফ, আরএনবি চট্টগ্রাম চীফ কমান্ড্যান্ট মো. আসাবুল ইসলাম, চীফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার রজব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা ও উপজেলা শাখার সমন্বয়কবৃন্দ।
পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র-সমন্বয়করা বলেন, মূলত বিজিবির ছত্রছয়ায় ও রাজনৈতিক দলের অশুভ পায়তারায় গুরুত্বপূর্ণ রোপওয়ে এলাকার কয়েক কোটি টাকার মূল্যবান সম্পদসহ পাথর লুটপাট হয়েছে। যা দুঃখজনক! সরকারি সম্পত্তি রক্ষার্থে যথাযথ দায়িত্ব পালনে প্রশাসনের ঘাটতি দেখতে চাননা নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech