ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার মৃত সুবেদ আলীর ছেলে আসামি আব্দুল কাদির (৬০) ও একই এলাকার তাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর চৌধুরী (৪৫)।
র্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদিরকে শাল্লা থানার আনন্দপুর এলাকা থেকে এবং রাতে আরেকজন পলাতক আসামি জাহাঙ্গীর চৌধুরীকে সিলেট কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech