ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ লক্ষ ৪১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ব্যাটালিয়ন (২৮ বিজিবি)’র বিভিন্ন বিওপি টিম।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক ও জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ১৬টি ভারতীয় গরু, ৯৫ কেজি চিনি,১ হাজার কেজি কয়লা, ৩২০ কেজি শুঁটকি, ৪৪০ কেজি কমলা, ৪৩ বোতল মদ, ৬টি বিয়ার, ১৭০ ঘনফুট বালু, ২৭০ কেজি বাংলাদেশী সুপারিসহ ১টি যানবাহন। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৪১ হাজার টাকা।
সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটেলিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মদ এবং বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরু, চিনি, কয়লা, কমলা, বালু, শুঁটকি, সুপারি, যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে সীমান্তে টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি চলমান আছে এবং অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech