ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) আনুমানিক বেলা দেড়টার দিকে টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন তারা।
এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের প্রতি অভিযোগ তুলে বলেন, ‘যখন শেখ হাসিনার ছবি অর্ধেকটা মুছে ফেলা হয় তখন শিক্ষার্থীরা গিয়ে বাধা দেয়। সেই সময় যদি শিক্ষার্থীরা ওখানে না থাকতো তাহলে তো পুরা ছবি মুছে ফেলা হতো। প্রক্টর তাহলে কেন এবং কার পারমিশন নিয়ে শেখ হাসিনার ছবি তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
এর আগে শেখ হাসিনার ছবি মুছে ফেলা নিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ ও অনিচ্ছাকৃত ভুল বলে বিবৃতি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। পরে গতকাল দিবাগত রাত ১০টা থেকে নতুন করে গ্রাফিতি তৈরির কাজ শুরু হয়। এ সময় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তারা আজ সোমবার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা দেয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech