বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

বিশ্বনাথে ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় যুবকরা। শুক্রবার সকাল ১০টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের দুর্যাকাপন গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যবসায়ীর নাম ফটিক মিয়া। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুর্যাকাপন গ্রামসহ আশপাশের সব এলাকায় ইয়াবা ব্যবসার মূল হোতা হিসেবে কাজ করছেন ওই ফটিক মিয়া। তার তত্ত্বাবধানে অনেক নারী পুরুষেরা এ কাজে সহযোগী হিসেবে কাজ করছেন। গেল মঙ্গলবার ফটিক মিয়ার বাড়ি থেকে চারজন যুবককে ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ। এরপর শুক্রবার জনতার হাতে আটক হন ফটিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর