ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে রাজনৈতিক মামলায় বহুরূপী ছাত্রলীগের ক্যাডার তারেক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে যুবলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের প্রধান সহযোগী ও আমেরতল গ্রামের আজমান আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, পুলিশ গোপন সংবাদ পেয়ে এসআই রেজাউলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে তার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণা চাঁদাবাজিসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
এব্যাপারে ছাতক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন- তারেক আহমদ একজন বহুরূপী প্রতারক ছাত্রলীগ, চাঁদাবাজ হিসাবে পরিচিত। সে ৫ আগস্টের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে গণঅধিকার পরিষদের নাম ব্যবহার করে ঢাকায় অবস্থান করে। শুধু তাই নয় ঢাকার বিভিন্ন মামলায় সাধারণ মানুষের নাম দিয়ে মামলা বাণিজ্যও করে এবং উপজেলার বড় বড় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন- গ্রেফতারকৃত তারেক আহমদ ১৫(২)২৫ জিআর-৪২/২৫ নং মামলার সন্দিগ্ধ আসামি। শুক্রবার দুপুরে পুলিশের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech