ছাতকের চেচানে দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে মতবিনিময়
ফ্যাসিবাদের পতন হলেও বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি : মিজান চৌধুরী

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>ছাতকের চেচানে দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে মতবিনিময়</span> <br/> ফ্যাসিবাদের পতন হলেও বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি : মিজান চৌধুরী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি সম্পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদে শাসনে ধ্বংস হওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপি টানা ১৬ বছর ধরে লড়াই করে আসছে। সীমাহিন জেল-জুলুমের শিকার হয়েছে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্র্বতী সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করবেন। এতে দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদর সাথে ঈদ শুভেচ্ছা বিনময় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদারের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চেচান বাজারস্থ হাজী ফুরকান উল্লাহ তালুকদার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর