ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আন্তঃজেলা ডাকাত সর্দার ইসলাম উদ্দিন ওরফে ডাকাত সেলিম-সহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোররাতে সিলেট মহানগরের শাহপরান থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত সর্দার মোঃ ইসলাম উদ্দিন সেলিম ওরফে ডাকাত সেলিম(৪৫)কে গ্রেফতার করা হয়। সে জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম (চানপুর) গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।
তার বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে জানিয়েছে পুলিশ। এছাড়া সে জকিগঞ্জ থানার একটি (মামলা নং ০৫/১৪-১২-২০২৩) মামলার পেনাল কোড ৩৯৫/৩৯৭ ধারার পলাতক আসামি।
এদিকে পৃথক অভিযানে চোরাচালান মামলায় ৪৪১ কেজি ভারতীয় চিনিসহ আলমগীর হোসেন (২২), নিয়মিত মামলায় আসামি তারেক আহমেদ (২০) এবং লাল কালির জিআর ওয়ারেন্ট মূলে মো. তাজুল ইসলাম (৫০) সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।
তাদেরকে বিজ্ঞ আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech