জকিগঞ্জে নতুন বই দিয়ে ৩টি ক্লাস শুরু, বাদ পড়েছে ইবতেদায়ী মাদ্রাসাগুলো

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

জকিগঞ্জে নতুন বই দিয়ে ৩টি ক্লাস শুরু, বাদ পড়েছে ইবতেদায়ী মাদ্রাসাগুলো

জকিগঞ্জ প্রতিনিধি
প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই জকিগঞ্জ উপজেলা জুড়ে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ৩টি ক্লাসের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ করা হয়েছে জকিগঞ্জে । তবে বাদ পড়েছে উপজেলার ইবতেদায়ী মাদ্রাসাগুলো।
পাশাপাশি আগামীকাল থেকে পাঠদান শুরু হবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের বই বিতরণ শুরু হয়। প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১ টায় জকিগঞ্জের ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়ার সভাপতিত্বে ও ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল মাসুদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জুবায়ের আহমদ।
জকিগঞ্জে এখনও সবগুলো বই এসে পৌছায়নি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। ফলে যা এসে পৌছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৪র্থ ও ৫ম শ্রেণির বই সবার হাতে পৌছাবে বলেও জানান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া।

সর্বশেষ ২৪ খবর