সুনামগঞ্জে চোলাই মদসহ আটক ২, মিনিট্রাক জব্দ

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

সুনামগঞ্জে চোলাই মদসহ আটক ২, মিনিট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬৬৫ লিটার চোরাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালি এলাকার মোজাফফর আলী (৪৫) এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৮)।
শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জগামী হাইওয়ে সড়কের হাজীপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এসআই আজিজুল হক, এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল শামছুল হক এবং কনস্টেবল কাউছার।
অভিযানের সময় ১৯টি প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ১ হাজার ৯০০ প্লাস্টিক বোতলে মোট ৬৬৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি, মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং ১০টি টিনের ড্রামও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাফফর আলী এবং মো. আল-আমিনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর