ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের পাশ থেকে সালাউদ্দিন নামে এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ জানুয়ারি) ভোরে জৈন্তাপুরের ২ নম্বর লক্ষ্মীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি গত ৭ বছর যাবত জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৪ জানুয়ারি) রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নম্বর বাংলা বাজারে ফিরছিলেন সালাউদ্দিন। রবিবার (৫ জানুয়ারি) ভোরে স্থানীয় এক ব্যক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের মুখমণ্ডল থেতলে যাওয়া রক্তাক্ত অবস্থায় ছিল।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোনো বেপোরয়া গতির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এছাড়াও লাশের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট ছিল।
তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech