সীমান্তে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

সীমান্তে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপি এবং মাঠগাঁও বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সতের লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি টিম।
বুধবার (০৮ জানুয়ারি) রাতে লাউড়েরগড় বিওপি এবং মাঠগাঁও বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় চিনি ১ হাজার ৫শ কেজি, সুপারি ১ হাজার ৫শ পিস, ভারতীয় ফুসকা ৭ হাজার ৩শ ১০ কেজি। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ ৭৯ হাজার ৫শ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত ভারতীয় ফুসকা, চিনি ও সুপারি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি চলমান আছে। একইসাথে সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর