ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি বাইকসহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পাচার হওয়া বাইক ও বহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মাসুদ আহমেদ রাজু(২০)। তিনি উপজেলার বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে। অপর জন হলেন একই গ্রামের ইদ্রিস আলির ছেলে জুবায়ের আহমেদ (২২)।
পুলিশ জানায়, রবিবার (১২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে অভিযানে নামে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। এসময় একটি ডিআই পিকআপ গাড়ি হতে অবৈধভাবে পাঁচারকালে এই রয়েল এনফিল্ড বাইকটি উদ্ধার ও জব্দ করা হয়। এসময় দুই পাচারকারীকেও আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারের বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, ভারতীয় সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে বাইকটি নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া দুইজনকে রবিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech