বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আট শতাধিক কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আট শতাধিক কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
‘ঐক্য, সততা, মানবসেবা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে আট শতাধিক আপনজন ও প্রিয়জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনি ও রবিবার (১১ ও ১২ জানুয়ারি) সকাল থেকে পরিষদের প্রধান কার্যালয়ে কম্বলগুলো বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম জয়নাল আবেদীন জামিল।
পরিষদের উপদেষ্টা পাকি মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ও বাহরাইন শাখার সভাপতি জগলু আহমদ এর পরিচালনা শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অফিস সম্পাদক সাগর আহমদ ফুলু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক এম জয়নাল আবেদীন জামিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্টাতা সদস্য ও লন্ডন প্রবাসী হারুন আহমদ দুদু, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ, বাহরাইন শাখার অর্থ সম্পাদক রিপন আহমদ, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম, সৌদি আরব শাখার সহসভাপতি শরীফ উদ্দিন, সৌদিআরব শাখার ধর্মবিষয়ক সম্পাদক কয়েস আহমদ, বাহরাইন প্রবাসী সহপ্রচার সম্পাদক দুলাল আহমদ, মেহেপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, কানাডা প্রবাসী বেলাল আহমদ, বিশিষ্ট সমাজ সেবক আলম মিয়া, প্রতিষ্টাতা সদস্য রহেল আহমদ রানা, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আহমদ, দুবাই প্রবাসী আব্দুর রহমান, বিশিষ্ট তরুণ সমাজ সেবক মাহফুজুর রহমান মারজান।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্বব্যাপি শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্টাতা সদস্য শরীফ উদ্দিন, বিলাল আহমদ, রিপন আহমদ, আবদুল্লাহ, তোফায়েল আহমদ রিংকু, কয়েছ মিয়া, জাবেদ আহমদ প্রমূখ।
বিশ্বব্যাপি শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ সব সময়ই অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে। অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর