সভাপতি তারেক, সম্পাদক জাকির
তালামীযে ইসলামিয়া ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>সভাপতি তারেক, সম্পাদক জাকির</span> <br/> তালামীযে ইসলামিয়া ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত ০৩ জানুয়ারি, সোমবার বাদ আছর নগরের জালালাবাদ আবাসিক এলাকাস্থ আস-সুন্নাহ ডিজিটাল সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান, প্রচার সম্পাদক মো. আলবাব হোসাইন, সহ-প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সভাপতি এইচ এম কাওছার আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তারেক আহমদকে সভাপতি, মো: জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি ফাহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তারেক হোসেন অমিত, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, অর্থ সম্পাদক তুরন আহমদ, অফিস সম্পাদক বায়জিদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক হাসনাত খাঁন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজিদুর রহমান চৌধুরী, সদস্য- তুহিন আহমদ, আরিফ বিল্লাহ ও সাকিব চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর