ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
গোলাপগঞ্জের ভাদেশ্বরে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বাবলম্বী প্রকল্পের ২০২৩-২০২৪ইং এর আওতায় গরু বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় এ গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী মাওলানা হাবিবুর রহমান।
বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার সেক্রেটারি মো. দেলাওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল মজিদ আলম, স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরগঞ্জ বিজনেস ফোরামের এমডি আব্দুল আজিজ জামাল, ইবনে সিনা মীরগঞ্জ শাখার ইনর্চাজ হাবীবুল্লাহ দস্তগীর, মীরগঞ্জ দ্বি-পাক্ষীক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম লুলু, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার রাণিক, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছয়েফ উদ্দিন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মাসুক আহমদ, মাওলানা লুতিউর রহমান, বদরুল ইসলাম, জিয়াউর রহমান, রুজেল আহমদ, খালেদ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে হতদরিদ্র ১৩টি পরিবারে মধ্যে চার লক্ষ টাকায় হাওরতলা গ্রামে ২ টি, ফতেহপুর গ্রামে ৩টি, শেখপুর গ্রামে ৫টি, গোয়াসপুর গ্রামে ২টি, নিয়াগল গ্রামে ১টিসহ মোট ১৩ টি গরু বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech