ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী ২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন। গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে। এরপর তিনি যশোরে মাহফিল করেন; সেখানে রেকর্ড সংখ্যাক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সবশেষ গত শনিবার রাতে সিলেট মহানগরের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় এই ইসলামিক স্কলার। সেখানে শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ২ ঘণ্টা বক্তব্য না রেখে ১ ঘণ্টা ২৫ মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি।
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিলে ‘তুমি’ ‘আপনি’ শব্দচয়ন নিয়ে অনেক নেটিজেনরা সমালোচনা করেন। এ নিয়ে তিনি সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।
পোস্টে মিজানুর রহমান আজহারী বলেছেন, আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে এড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।
তিনি বলেন, একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেন-জেডদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি-র চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সঙ্গে কানেক্ট করতে পারি।
এই স্কলার বলেন, মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech