ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দল ‘সাস্ট ডেসিফ্রেডর’ কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’এ (এসিএম আইসিপিসি) চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল।
শাবিপ্রবি ও বুয়েটের এই দু’টি দলই আগামী ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- সিএসই বিভাগের তিন শিার্থী মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি দল অংশ নেয়। এর মধ্যে একমাত্র শাবিপ্রবি’র দলটিই ৬টি সমস্যার সমাধানের মাধ্যমে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শাবিপ্রবি ২০১২ সালে প্রথমবার প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার পর এ নিয়ে গত ৮ বছরে ৭ম বার মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার ফাইনালে অংশ নিতে যাচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech