শ্রীমঙ্গলে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

শ্রীমঙ্গলে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের সামন থেকে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রেল লাইনের পাশে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন বলেন, লাশটি শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু, রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ ২৪ খবর