ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
‘আমার চেতনার রঙে মাদল বাজেরে’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সিলেট লাক্কাতুরা গলফ কাব পাড়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার স্কুলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, লাক্কাতুরা শাখার দ্বি-বার্ষিক সম্মলন সম্পন্ন হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের সাথে অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা গুণধর গোয়ালা জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সভাপতি বিরবল লোহার সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা গুণধর গোয়ালা। এরপর একটি বর্ণাঢ্য র্যালী স্ট্যাডিয়াম, চাবাগান এলাকা, শহীদ মিনার চত্বর ঘুরে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
কাউন্সিল অধিবেশনে বিরবল লোহারের সভাপতিত্বে ও বেলী দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী সিলেট শাখার সভাপতি কবি এ কে শেরাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা গুণধর গোয়ালা ও উদীচী সিলেট জেলার সহ সভাপতি কবি এনায়েত হাসান মানিক।
সভায় শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন ও অর্থ রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কাজল গোয়ালা।
আলোচনায় অংশগ্রহণ করেন কিরণ মোদী, রণেল সিনহা, জীবন গোয়ালা, কাজলি বারিক, সবিতা গোয়ালা, সাজন লাল গোয়ালা, প্রদীপ মোদী প্রমূখ। জেলা কমিটির প থেকে বক্তব্য রাখেন অন্যতম সদস্য স্বপ্না দে, অর্থ সম্পাদক সন্দ্বীপ দেব ও দপ্তর সম্পাদক ধ্রুব গৌতম।
সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলে ঊনিশ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবমনোনীত কার্যকমিটির সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি কাজলি বারিক ও অঙ্কন গঞ্জু, সাধারণ সম্পাদক কাজল গোয়ালা, সহ সাধারণ সম্পাদক রণেল সিনহা ও জীবন গোয়ালা, অর্থ সম্পাদক বেলী দাস, সম্পাদকমন্ডলীর সদস্য রাজু লোহার, সজল গোয়ালা, জেনি পাল, অনিতা লোহার এবং সদস্য বিরবল লোহার, সাজন লাল গোয়ালা, প্রদীপ মোদী, বাবলী দাস, জয়া গোয়ালা, সমিতা ভূমিজ, কানাই গোয়ালা ও কিরণ মোদী।
এ দিকে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, প্রধান আলোচক উদীচী সিলেট জেলা শাখার সভাপতি কবি এ কে শেরাম, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদ সদস্য রন বাহাদূর জুটে।
ধ্রুব গৌতম ও বেলী দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিরবল লোহার। প্রধান আলোচক নবমনোনীত কমিটিকে শপথ বাক্য পাঠ করানো শেষে প্রধান অতিথি তাদের ফুল দিয়ে বরণ করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উদীচী লাক্কাতুরা শাখা, দলদলি চা বাগান, সাংস্কৃতিক ইউনিয়ন, থিয়েটার মুরারীচাঁদ, উদীচী সিলেট জেলা, একক সংগীত পরিবেশন করেন শান্তুনু সেন পাপ্পু ও গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech