ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৈদ্ধনাথপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপরে হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল সাড়ে ৯টায় দেওছড়া চা বাগানের মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পরে মধ্যে বিরোধ ও মামলা চলছে। এর জের ধরে প্রতিপ তাহির মিয়ার ছেলে লোকমান আলী পরিবারের লোকজন এসে হামলা চালিয়ে অপর পরে শাহিন ও জাহাঙ্গীরকে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রধান অভিযুক্ত তাহির মিয়া বলেন, পরে সাথে বিরোধ চলছে। স্থানীয়ভাবে এটি নিষ্পত্তির চেষ্টা করছেন। আমার ছেলে লোকমানকে ধান খেতে মারধর করেন শাহীন ও জাহাঙ্গীর। ঘটনাস্থলে তার চিৎকার শুনে গ্রামের কিছু লোক এগিয়ে গেলে তাদের মারধর করা হয়েছে। ঘটনার পর থেকে আমার ছেলে লোকমান বাড়িতে আর ফিরেনি। কুপানোর মত ঘটনা তিনি জানেন না ও তিনি এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পরে মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হামলায় আহত দু’জনকে ফাড়িতে দেখিয়ে চিকিৎসায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখনও এ ঘটনায় কোন মামলা হয়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech