কুলাউড়ায় মহাজোটের নির্বাচনী প্রচার সভা

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

কুলাউড়ায় মহাজোটের নির্বাচনী প্রচার সভা

কুলাউড়া প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী এম এম শাহীনের নৌকার বিজয় নিশ্চিত করতে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া ডাকবাংলো মাঠে এ নির্বাচনী প্রচারসভা অনুষ্ঠিত হয়। সভায় দুপুর ১টা হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকার সমর্থনে মিছিল সহকারে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বেলা ২টায় কুলাউড়া ডাকবাংলা মাঠে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও মহাজোটের জেলা আহবায়ক আলহাজ্ব আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ফজলু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্জ শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, দপ্তর সম্পাদক অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শফিউল আলম শফি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্য সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করে সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ও স্বাধীনতা বিরোধীদের জবাব দিতে নৌকায় ভোট চান।

সর্বশেষ ২৪ খবর