মৌলভীবাজার-৪ আসন : গণফোরামের শান্তিপদ’র প্রার্থীতা প্রত্যাহার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

মৌলভীবাজার-৪ আসন : গণফোরামের শান্তিপদ’র প্রার্থীতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ থেকে সরে দাঁড়ালেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ। ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন করেই তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ এক অভিজাত রেষ্টুরেন্ট এ সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এসময় তাঁর সাথে ছিলেন গণফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গণফোরাম শ্রীমঙ্গল উপজেলার সভাপতি রাসেন্দ্র দত্ত, গণফোরাম শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, গণফোরাম কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আজাদুর রহমান, গণফোরাম জেলা শাখার সদস্য আতিকুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা ডা. আব্দুল মোমিন তরফদার প্রমুখ।

লিখিত বক্তব্যে শান্তিপদ ঘোষের প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল আজিজ বলেন, একাদশ জতীয় সংসদ নির্বাচন থেকে গণফোরামের প্রার্থী থেকে হাই-কমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শান্তিপদ ঘোষ বলেন, নির্বাচনী এলাকায় আমার দল গণফোরামের সর্ব্বোচ্চ নেতৃবৃন্দ হইতে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করে অবহিত করা হলে আমার নির্বাচনী এলাকায় আমার সমর্থনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলতি হয়। পরবর্তীতে ঐক্যফ্রন্টের চুড়ান্ত প্রার্থীতা ঘোষণার মাধ্যমে আমাকে মনোনীত না করায় আমার কর্মী সমর্থক ও আমাকে সমর্থনকারী ব্যাপক সংখ্যক ভোটারদের মধ্যে হতাশার সৃষ্টি হলে বিরাজমান অবস্থায় আমি দলীয় প্রতীক “উদীয়মান সূর্য” মার্কা নিয়ে নির্বাচনে অবতীর্ণ হতে বাধ্য হই। কিন্তু অতীব দুঃখ ও বিষাদময় অবস্থায় দেখতে পাই যে “ ঐক্যফ্রন্টের শরিক ও তৃনমুল পর্যায় পর্যন্ত শক্তিশালী শরিক দল বিএনপিসহ মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী কাল হতে আমার রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডে সক্রিয় অবস্থানে আমি আছি।

তিনি বলেন, সুদীর্ঘ প্রায় ৪২ বৎসর যাবত আইন পেশায় নিয়োজিত থাকাকালীন সময়ে মানুষের প্রতি আমার যে দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার ফলশ্রুতিতে দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক গণমানুষ আমার পে দৃঢ় অবস্থান নিলেও পরিবর্তীত অবস্থায় ঐক্যফ্রন্টের অধিকাংশ কর্মী সমর্থক আমার নির্বাচনী কর্মকান্ডে নিস্ক্রিয় হয়ে পড়েন। এহেন অবস্থায় বিবেচনায় আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা হতে বিরত থাকার জন্য আমার দলের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, ঘনিষ্টজন ও শুভানুধ্যায়ীগনের সুপরামর্শে আমি একাদশ জতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নির্বাচনী এলাকার নির্বাচন প্রতিদ্বদ্ধিতা হতে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করছি।

সর্বশেষ ২৪ খবর