ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
শ্রীমঙ্গল সংবাদদাতা
বিজয়ের মাস উপলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসকাবের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘বিকুল চক্রবর্তীর সংগৃহিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী’ জমে উঠেছে।
প্রেসকাব মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকরা বিভিন্ন প্রোপটের আলোকচিত্র, শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত স্মারকসহ বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন প্রোপটের দুই শতাধিক ছবি ও স্মারক স্থান পেয়েছে।
প্রেসকাব সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, প্রদর্শনীটি পুরো ডিসেম্বর মাস জুড়ে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত নতুন প্রজম্বের জন্য উন্মুক্ত রয়েছে। প্রদর্শীনীতে প্রতিদিনই বিভিন্ন স্কুল কলেজের শিার্থী ও শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা ভীড় করছেন। তারা মুক্তিযুদ্ধের এ তথ্য চিত্র দেখে মুক্তিযুদ্ধে এই এলাকার ঘটনা ও স্থানগুলো জানাতে পারছেন। প্রদর্শনীতে যুদ্ধকালীন বিভিন্ন ছবি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা স্থান ছাড়াও বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে শহীদ ও গণ হত্যায় শহীদ পরিবারের বর্তমান প্রজন্মের একটি গ্রুপ ছবি।
বিকুল চক্রবর্তী আরো জানান, মুক্তিযুদ্ধের সময় যাদের হত্যা করা হয়েছিলো তারা ছিলেন ওই পরিবারের প্রধান ও মুল উপার্যনশীল ব্যক্তি। ওই সময় দেশীয় রাজাকারদের প্ররোচণায় পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে ধরে নিয়ে হত্যার পর ওই পরিবারটি নি:শ্ব হয়ে পড়ে। ৯৫ভাগ পরিবারই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। স্বাধীনতার ৪৭ বছর পরও তাদের দিন চলে কষ্টে। এই ত্যাগী পরিবারকে সকলের কাছে পরিচয় করিয়ে দিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে তিনি তাদের ছবি তুলে এনে প্রদর্শনীতে স্থান দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্ব স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এ এস পি মো: আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা রথিকান্ত রায়, মুক্তিযোদ্ধা হাজী আছদ্দর আলী, মুক্তিযোদ্ধা শিব শংকর তাঁতি, মুক্তিযোদ্ধা তারা মিয়া, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা প্রেসকাবের সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোম, দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, এশিয়ান টিভির প্রতিনিধি এস কে দাশ সুমন, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার প্রমূখ ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech