ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কমলগঞ্জ শমসেরনগর রোডস্থ ইটখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম (২০) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর পলকিরপার গ্রামের তজমুল আলীর মেয়ে।
স্থানীয়রা ট্রাক আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে গেছে। তরুণীর মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা এনিয়ে ধম্রজাল সৃষ্টি হয়েছে।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ইটখলা মিলের সামনে একটি ট্রাকের (নং কুষ্টিয়া-ট-১১-১৮৩০) চাকায় পিষ্ট হয়ে বোরকা পরা ওই তরুণী মারা যান। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ টি মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠায়।
কমলগঞ্জ থানার আই চম্পক দাম জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech