ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
সিলেট রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) নগরীর ধোপাদিঘিরপাড় একটি কমিউনিটি সেন্টারে অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফিজ সুলতান আহমদ খান ও যৌথ পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী ও মোশাররফ হোসাইন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ সিন্ডিকেট লিমিটেড চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, গোল্ডেন টাওয়ারের চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী, রংমহল টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আগা ফয়জুল্লাহ দৌলত, পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী,
আল ফালাহ টাওয়ারের পরিচালক মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট আইনজীবী এড: এমরান আহমদ চৌধুরী, আটাব সিলেট অঞ্চলের সভাপতি রেজাউল ইসলাম খান রেজওয়ান, সাধারণ সম্পাদক রুশু চৌধুরী, হাব সিলেটের সভাপতি মোতাহার হোসাইন বাবুল, আব্দুল হক,সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ফাহাদ।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খালেদ আহমদ,সমিতির সহ সভাপতি আব্দুল গফুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংমহল টাওয়ার বিশিষ্ট ব্যবসায়ী সিকান্দার আলী গাজী রিপন,ইমদাদ উল্লাহ,গুলজার সিরাজী,ফয়সল আহমদ,কামরুল ইসলাম,সাইফুল ইসলাম,সমিতির অর্থ সম্পাদক কামরুল ইসলাম,প্রচার সম্পাদক ময়নুল হক,দপ্তর সম্পাদক ফয়জুল হাসান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাওলানা আব্দুল গফুর প্রধান, সদস্য মাওলানা লায়েক আহমদ,কামাল আহমদ,সাকিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ দিকে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষ ডকুমেন্টারি এর মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech