প্রতিবন্ধীদের কল্যাণে হেল্পডেস্ক চালু হবে : আসলাম উদ্দিন

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

প্রতিবন্ধীদের কল্যাণে হেল্পডেস্ক চালু হবে : আসলাম উদ্দিন

ডেস্ক প্রতিবেদন
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আসলাম উদ্দিন বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের পরিবার এবং সমাজেরই অংশ। এদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এদের উন্নয়ন ও কল্যাণে নিজেদের দায়বদ্ধতা নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি প্রতিবন্ধীদের কল্যাণে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান প্রতিবন্ধীদেরকে সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসতে। এক্ষেত্রে তার সরকার বাংলা ইশারা ভাষা দিবসের স্বীকৃতি প্রদানসহ নানামূখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি প্রতিবন্ধীদের সাহস না হারানোর আহ্বান জানিয়ে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। সরকারের নির্দেশনায় দেশের প্রতিটি জেলার অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিবন্ধীদের উন্নয়ন ও কল্যাণে ইতোমধ্যে ৩ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বছরভিত্তিক ৩টি স্তরে গৃহীত এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনার আওতায় জেলার সকল প্রতিবন্ধীদের ডাটাবেস তৈরি করে তাদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীদের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে জীবন যাপন ও সমাজের বসবাসের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যে কোন বেআইনী কাজের শাস্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের ঘোষণা দেন।
আসলাম উদ্দিন (৭ ফেব্র“য়ারি) বৃহস্পতিবার সকালে বাংলা ইশারা দিবস উপলক্ষে ‘ইশারা ভাষা, সকলের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও সিলেট জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের পরিচালনাধীন বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সদস্যবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো.লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক, গ্রামীণ জনকল্যাণ সংসদ সিলেটের সভাপতি জামিল চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু,সুরমা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম. আহমদ আলী, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সিএসআইডি এর প্রকল্প ম্যানেজার খ.ম আবেদুল্লা, ব্র্যাক ডিসএ্যাবিলিটি শাখা প্রতিনিধি মোনায়েম আলম আজাদ, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইন্সস্টিটিউট এর অধ্যক্ষ শামীমা নাছরিন, সিলেট বধির সংঘের সাধারণ সম্পাদক সাইফুল হক, শাহজালাল মুক ও বধির কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জহির আলম, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন।

সভায় আলোচকরা বাক-শ্রবণ প্রতিবন্ধীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ প্রতিবন্ধীদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান ও তাদের যেকোনো বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য জেলা ভিত্তিক প্রতিবন্ধী হেল্পডেস্ক চালুর দাবি উত্থাপন করলে সভার প্রধান অতিথি এ প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, এটি খুবই ভাল একটি ধারণা। সিলেটে আমরা প্রথমে হেল্পডেস্ক চালু করবো এবং সিলেট হবে এক্ষেত্রে দেশের মডেল।

অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করেন সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের সাঈম খান।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান, পবিত্র গীতা পাট করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর