ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের স্থানীয় পনাউল্লাহবাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বুধবার উদ্বোধন করা হয়েছে। ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ জনগণের দূরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে।
পনাউল্লাহবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হিরা মিয়ার সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী সুমনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া বলেন, গ্রামের সাধারণ জনগণকে সহজে ও কম খরচে সরকারি ও বেসরকারি সেবা পৌছে দেওয়ার জন্য অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবহিকতায় গ্রামের মানুষকে ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার জন্য ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হচ্ছে। প্রবাসী অধ্যুষিত এই এলাকার সাধারন জনগণকে এখন আর উপজেলা বা জেলা শহরে যেতে হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি), বিশ্বনাথ, ফাতেমা-তুজ-জোহরা বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়ন করতে গ্রামের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কামালবাজার ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মুফতি এ.কে.এম মনোওর আলী, ব্যাংক এশিয়া লিমিটেড, সিলেট মেইন ব্রাঞ্চ এর ম্যানেজার মশিউর বর চৌধুরী, বিশ্বনাথ থানা এস.আই মিজানুর রহমান, ব্যাংক এশিয়া লিমিটেড এর মো. আব্বাছ আলী।
হাফিজ সালেহ আহমদ এর ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংক এশিয়ার প্রতিনিধি ইমাদ উদ্দিন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অলংকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য সজ্জাদ মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান, ৬নং ওয়ার্ডের সদস্য শায়েকুর রহমান, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, মুরব্বী চুনু মিয়া, মো. আত্তর আলী, নুরুল আলম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech