ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের বিশ্বনাথে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী জিহাদুল ইসলাম(২০) নিহত হয়েছেন।
এ ঘটনায় জিহাদুলের ফুফাতো ভাই উপজেলার জাহারগাঁও গ্রামের বারাম খানের ছেলে সুবেল খান(২০) ও খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের জুনেদ মিয়া ও খলিল মিয়া আহত হয়েছেন।
নিহত জিহাদুল উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের কুটির মিয়ার ছেলে ও সিলেটের লিডিং ইউনিভার্সিটির ১ম বর্ষের ছাত্র।
মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার পনাউল্লাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদুল ইসলামের চাচা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সামছুল ইসলাম জানান, জিহাদুল ইসলাম মঙ্গলবার বেলা আনুমানিক দেড়টায় তার ফুফাতো ভাই সুবেল খানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্থানীয় পনাউল্লাহ বাজার অতিক্রম করার সময় জাহিদুলের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী জিহাদুল ইসলাম, সুবলে খান, জুনেদ মিয়া ও খলিল মিয়া।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে জিহাদুল ইসলাম মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech