“লালগাড়ি” (ছবি থেকে ছড়া)

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

“লালগাড়ি” (ছবি থেকে ছড়া)

.অজিত রায় ভজন.

.

লাল এই গাড়িটি,
যেন তার বাড়িটি।
যাবে বুঝি বঙ্গে,
কে কে যাবে সঙ্গে ?
বাবা আর মা’মণি,
সাথে নিয়ে যা মণি।
বঙ্গে তে দাদু’রা,
দাড়িওয়ালা সাধু-রা।
পথও চেয়ে থাকে যে,
স্বপনটা আঁকে-যে।
এই তোরা শুন-শুন,
আসছে রে গুনগুন।
গাড়ি নিয়ে আসবে,
আনন্দে ভাসবে।
———★———-

সর্বশেষ ২৪ খবর