মামার বাড়ি

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

মামার বাড়ি

প্রশান্ত লিটন

মায়ের সাথে মামা বাড়ি
ছোট বেলায় মজা
মামির কোলে বসে খেতাম
দুধ ভাত আর গজা।

.
সারাদিনই ঘুরাঘুরি
ভুলে নাওয়া খাওয়া,
পরীক্ষা শেষ মানেই হলো
মামার বাড়ি যাওয়া।
.
এখন তো আর মা বলে না
নাইওর নিও আইয়া,
কে যাসরে মাঝি ভাই
ভাটির গাঙ বাইয়া।
.
দিন পেড়িয়ে বছর গেল
বাড়লো কর্ম কাজ,
সুন্দর সেই দিন গুলো যে
হারিয়ে গেলো আজ?
.
প্রযুক্তির এই নতুন যুগে
দূরের মানুষ কাছে,
হয়না দেখো কারো সাথে
স্মৃতি কেবল বাঁচে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর