ঋতুরাণী হেমন্ত

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

ঋতুরাণী হেমন্ত

হামীম রায়হান

পাকা ধানের মিষ্টি সুভাষ,
ফসল কাটার ধুম,
নতুন ফসল মনে আনে-
নতুন খুশির ঝুম।
শিশির ঝরা এমন রাতে-
কে দিয়েছে ঘুম?

নতুন চালের তৈরি পিঠা,
হয় না স্বাদের তুল!
সাঝ সকালে হালকা শীতে-
ফুটে গাঁদা ফুল।
গাড় নীলের দূরের আকাশ-
মন করে ব্যাকুল।

ঝিলের ধারে জোনাক জ্বলে-
এমন আঁধার কালোয়,
ঘাসের ডগায় শিশিরের দল-
নাচে ভোরের আলোয়,
এমন রূপের হেমন্ত-
ঋতুর রাণী ভালোয়!

সর্বশেষ ২৪ খবর