কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্ল্যাগ বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্ল্যাগ বইমেলার উদ্বোধন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল ১১টায় ফ্ল্যাগ বইমেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি রেজাউল হক রাসেল, চিত্র পরিচালক ইমরান আলী, দেব জ্যোতি দে বাবলু, সংগঠনের সভাপতি এড. সৈয়দ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ ঝুমন, জসিম বুক হাউসের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাদ্দেক হোসেন, সদস্য আব্দুল মোমিন, পলাশ, এস.এম তারেক, কুতুব উদ্দিন, আফজল হোসেন, ফাহাদ হক, শুভ, সাবিন, আরিফ আহমদ, সাকিল আহমদ, ইয়াছিন আরাফাত, সাইফুল, সামির, নাইম, তাহসিন তাবাসুরুম, সাদিয়া বুক হাউসের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন, লিজা আক্তার, আব্দুল আলিম, সাব্বির আহমদ অপু প্রমুখ।

মেলায় ১৪টি স্টল হয়েছে। বই কিনতে মেলায় বইপ্রেমীদের ভীড় জমে আছে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর