ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
কুলাউড়া সংবাদদাতা
প্রবাসীদের অর্থায়নে ও কুলাউড়াস্থ ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ জহুরুল হোসেন বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না।
তাদের সমাজের মূল ধারার সঙ্গে যত বেশি সম্পৃক্ত করা যায় এতে তারা পরিবার ও সমাজে বোঝা হিসেবে থাকবে না। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও প্রবাসীরা সমাজের কল্যাণকর কাজে এগিয়ে আসায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠক মেহেদী হাসান খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থ সচিব মো. হাবিবুর রহমান, প্রেস ক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি স্বপন কুমার দেব, বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীম আহমদ, নাহিদ, লিংকন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech