খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আলোচনা সভা ও ইফতার

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আলোচনা সভা ও ইফতার

জকিগঞ্জ প্রতিনিধি
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘তাকওয়া ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা’- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুসাব্বির-এর সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালালের যৌথ পরিচালনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল বলেন- দীর্ঘ ১৫ বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশের মানুষকে জুলুম-নির্যাতন ও গুম-খুন করেছিল,এখন শেখ হাসিনা ওপারে পার্শ্ববর্তী দেশ ভারতে দাদা বাবু’র কাছে বসে আছেন। সেখানে আপা বসে বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো শেখ হাসিনা সফল হবেন না।তিনি আরও বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই অত্যাচারের জন্য নয়, টেন্ডারবাজির জন্য নয়, হত্যা ও নির্যাতনের নয়।আমরা চাই শান্তি, আমরা চাই একটি সুন্দর সমাজ। খেলাফত মজলিস চায় সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনর্মাণ করতে। তাই সবাইকে ঐক্যবদ্ব হয়ে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে।
বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সহ সভাপতি সামছুল ইসলাম রহমান, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম,ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ,জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মিনহাজুল হক রিফাত, ও খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
বন্ধুপ্রতিম রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সারওয়ার হোসাইন, পৌর সভাপতি আবু রুস্দ মোহাম্মদ ইকবাল, ইসলামি আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, আনঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌর সভাপতি কাজি হিফজুর রহমান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুশ শহিদ শাকির সহ প্রমূখ সাংবাদিক।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর