ফ্যাসিবাদরা কখনই পুনর্বাসন হবে না : লুনা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

ফ্যাসিবাদরা কখনই পুনর্বাসন হবে না : লুনা

ওসমানীনগর প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশের জনগন ভেবেছিল এম. ইলিয়াস অলীসহ যারা গুম হয়েছিল তারা ফিরে আসবে, বিডিআর হত্যাকান্ডের সাথে যারা জরিত ছিল তাদের বিচার হবে। কিন্তু প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবাদের দোসরদের কারণে তা বিলম্ব হচ্ছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। একটি গনতান্ত্রিক সরকারই পারবে দেশের চলমান সংস্কারকে এগিয়ে নিতে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে। তিনি বলেন, ফ্যাসিবাদরা বর্তমানে বিভিন্ন জায়গায় বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে কোন সরকারই দেশ ছেড়ে পালায় নাই। বিশ্বের ইতিহাসে স্বৈরাশাসক দেশ থেকে পালিয়ে গিয়ে পুরনায় ক্ষমতায় আসতে পারে নাই। সুতরাং যতই আশা করেন না কেন “ফ্যাসিবাদরা কখনই পুনর্বাসন হবে না”।
সিলেটের ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির লুনা এসব কথা বলেন।
শনিবার উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করনে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মুহিত বাহার। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুবের আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি এম ফখর উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিদ বকুল, ফ্রান্স প্রবাসী কিরণ আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, হাবিবুর রহমান, যুক্তরাজ্য যুবদল নেতা হারুন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর আলম রুমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহিয়ান আহমদ প্রমুখ। সভায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিফতাউজ্জমান তারেক। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৪ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর