কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ইফতার

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ইফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) ২২ রমজান উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার স্কুল এন্ড কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাঈদ আহমদ এর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুল হক্ব, অর্থ সম্পাদক মাওলানা ওসামা বিন আশরাফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী মুহাম্মদ ইসমাঈল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা সুহেল আহমদ, টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গাজী মাসউদুর রহমান খান, ভোলাগঞ্জ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী, সামজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর