শ্রুতির পিঠা উৎসবে মুক্তার আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

শ্রুতির পিঠা উৎসবে মুক্তার আবৃত্তি পরিবেশন

আবহমান বাংলার চিরাচরিত খাবার পিঠা পুলিকে নিয়ে শ্রুতি সংগঠন আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে’ শ্লোগানকে সমনে নিয়ে শ্রুতি সংগঠন পিঠা উৎসবের আয়োজন করে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ ছোট ক্যাম্পাসে।

মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে আবৃত্তি সংগঠন মুক্তার চারটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। দিপীকা দে’র উপস্থাপনায় বিমল করের নির্দেশনায় আবৃত্তি পরিবেশন করে প্রান্ত, হিমেল, পূজা, মীম, শুচী, পরশ, রাফি, আদিত্য, অর্পা, বৃন্দা ও রাফিজা।

যাদের কবিতায় আবৃত্তি করা হয় প্রতিষ্ঠিত কবি হলেন পূর্ণেন্দু পত্রী, দেবেশ ঠাকুর, অশোক বিজয় রাহা ও আব্দুস সালাম। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর