ঢাকা ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক ও শিল্পী সুলায়মান আল মাহমুদের গানের বই ‘প্রজ্জ্বলিত সুর’। বইটিতে গীতিকার সুলায়মান হামদ-নাত, দেশ, মা ও মাটিসহ বিবিধ বিষয় নিয়ে অর্ধশত গান সন্নিবেশিত করেছেন।
তার এ গানগুলোতে সুরারোপ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার মশিউর রহমান, লিটন হাফিজ চৌধুরী, মতিউর রহমান খালেদ, জুবায়ের তিতু, হেলাল আহমদসহ বর্তমান সময়ের নন্দিত সুরকারেরা।
সিলেটের প্রাচীনতম পত্রিকা দৈনিক সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার, বহুমুখী প্রতিভার অধিকারী সুলায়মান আল মাহমুদ তার ‘প্রজ্জ্বলিত সুর’ বইয়ে মনের মাধুরী দিয়ে এঁকেছেন স্রষ্টা ও তাঁর সৃষ্টিকে, নানা উপমায় প্রকাশ করেছেন হৃদয়ে প্রোথিত রাসুলপ্রেম (সাঃ) আর দেশ, মা ও মাটির ভালোবাসাকে।
গানের বই ‘প্রজ্জ্বলিত সুর’ তার লেখা প্রথম মৌলিক গ্রন্থ। যেটা সিলেটের ‘পাপড়ি প্রকাশ’ থেকে প্রকাশিত হচ্ছে এবং বইমেলায় পরিবেশন হবে ‘সপ্তডিঙা’ স্টল থেকে। গ্রন্থটির প্রচ্ছদ ডিজাইন করেছেন লুৎফুর রহমান তোফায়েল। দেশাত্মবোধক ও ইসলামী সংগীতকে যারা ভালোবাসেন তাদেরকে বইটি সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছেন লেখক-শিল্পী সুলায়মান আল মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech