সন্তানদের ভবিষ্যত গড়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য : মৃনাল কান্তি দেব

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

সন্তানদের ভবিষ্যত গড়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য : মৃনাল কান্তি দেব

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি দেব বলেছেন, সন্তানদের ভবিষ্যত গড়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। অভিভাবকরা হচ্ছেন শিক্ষার্থীদের মূল কেন্দ্রবিন্দু। অভিভাবক ও শিকদের সার্বিক সমন্বয়ের ফলে শিক্ষার্থীরা তাদের কাক্সিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।
তিনি ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ এর বিভাগীয় উপ-পরিচালক সাফায়েত আলম, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল কুদ্দুস, জাহেদুর রহমান, সফিক উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, সহ সভাপতি নাদিরা বেগম। প্রধান শিক্ষক রাহেলা আক্তার, সহকারী শিক্ষিকা সায়রা বেগম, রেহেনা বেগম, জান্নাত আরা জ্যাবিন, ফাতেহা ইয়াসমিন, শিল্পী রানী দাশ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মখতার আলী, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আহমদ, বিদ্যুৎশাহী সুলতানা ইয়াসমিন, সদস্য আবুল কালাম বুদুর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর