ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মে ২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, নাহিম মিয়া
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের দরাকুল এলাকায় মাহমুদা (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও স্বজনরা। মাহমুদা বেগম উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের রাজারখাল গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার স্বামী দক্ষিণ রণিখাই ইউনিয়নের দরাকুল গ্রামের সামছু উদ্দিন। তিনি দু’বছর থেকে দুবাই বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর মাহমুদা ঘরের দরজা বন্ধ করে দেন। স্বামীর বাড়ির লোকজন অনেক ডাকাডাকি পরও তিনি দরজা খোলেননি। পরে রাত ৮টায় ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেখতে পায়। কেন মাহমুদা গলায় ফাঁস দিয়েছে তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আলা উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech